

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ডাকাতদলের ৭সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার বিষয়ে প্রেসব্রিফিং করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। শনিবার ১২টায় মুন্সীগঞ্জ পুুলিশ সুপার কাযালয়ের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ০৬/০১/২০১৫ খ্রিঃ তারিখের ১০নং মামলা অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি এর একাধিক টিক ও শ্রীনগর থানা পুলিশ ঘটনায় জড়িত আসামীদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে। এ সময় মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতগণ বাদীর বাড়ির আশেপাশে অন্য কাজে গিয়ে ডাকাতির উদ্দেশ্যে বাড়িটিকে টার্গেট করে এবং কয়েকদিন যাবৎ এলাকায় গোপনে রেকি করে বাড়িতে প্রবেশ ও বাড়ি হতে বাহির হওয়ার নিরাপদ পথ ও সময় নির্ধারণ করে। পরবর্তীতে, গ্রেফতারকৃত ডাকাতগণ সহ পলাতক ডাকাতরা পরিকল্পনা মাফিক ঘটনার দিন গত ০৫/০১/২০২৫ইং তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় মিলিত হয় এবং সেখান থেকে একযোগে ঘটনাস্থলে এসে ডাকাতির কাজ সংঘটিত করে পালিয়ে যায়। পরবর্তীতে, গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দিন চৌকিদার (৩৭) সহ অপর দুইজন ডাকাত শ্রীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাস (৪৮) এর নিকট লুন্ঠিত স্বর্ণ (০৫ ভরি ০১ আনা) ০৫ লক্ষ টাকায় বিক্রি করে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেয়। আসামী সালাউদ্দিন এর দেয়া তথ্য মতে স্বর্ণ ব্যবসায়ী উজ্জল দাসের হেফাজত হতে গত ১৭/০১/২০২৫ ইং তারিখ উক্ত স্বর্ণ গলিত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তাছাড়া, গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে নগদ ৫৫,০০০/- টাকা (লুণ্ঠিত) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো বরিশাল জেলা মুলাদী থানার কাশিমপুর এলাকায় মৃত খালেক হাওলাদারের ছেলে মো: রুবেল হোসেন (৩৭), ঢাকা জেলার দোহার থানার মধুরচর মেঘুলা বাজার এলাকায়র নুর চৌকদারের ছেলে মোঃ সালাউদ্দনি চৌকিদার (৩৭), চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর ভুগলা কান্দি এলাকার মত লিটন মোল্লার ছেলো মো: সজিব মিয়া (২৫), ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া এলাকার মোঃ মজিবুর দেওয়ানের ছেলে মোঃ ফয়সাল (২৭), দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার জানিপুর এলাকার মন্টু মিয়ার ছেলে মিলন (৩৮), রংপুর জেলার সদর থানার গংগাদাস ডাব্রিপুরপাড়া এলাকার মো আব্দুল মান্নানের ছেলে মোঃ ওবায়দুল হক @ সুমন (২৭) ও ঢাকা জেলার দোহার থানার মেঘুলা বাজার এলাকার মৃত রাধ্যেশ্যাম দাসের ছেলে উজ্জল দাস (৪৮)।
ডাকাতির ঘটনায় লুণ্ঠিত এবং আসামীদের দখল হইতে ০৫(পাচ) ভরি ০১ আনা স্বর্ণালংকার (গলিত অবস্থায়) ও নগদ ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা , লাহার তৈরী ১টি শাবল, স্টিলের ৩টি পাইপ, ২টি চাকু, ১টি রেঞ্চ, ১টি কাটার, ১টি স্ক্রু-ডাইভার, ১টি কাউয়ালী (দরজা ভাঙ্গার লিভার) উদ্ধার করা হয়।