
BNP

মোঃ রুবেল: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চরবানিয়ালে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩টায় চরবানিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও বাজারে লিফলেট বিতরণ করা হয়। বাংলাবাজার ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার প্রায় তিনযুগ পর চরবানিয়ালে এটিই প্রথম বিএনপির কোন কর্মসূচি এখানে অনুষ্ঠিত হলো। এ কর্মসুচিটি সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন চরবানিয়ালের শামীম বেপারী, মিঠু বেপারী, জামিল মোল্লা, ফারুক মোল্লা, সুজন মোল্লা ও মাসুদ মোল্লা।
উক্ত কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বাবু।
বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার এর সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নেতা মোঃ সাজেদুল ইসলাম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। এতে বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন সরকার, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মহিউদ্দিন, চরবানিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মিয়াজি, বাংলাবাজার ইউনিয়ন বিএনপি নেতা আজিজুর রহমান, বাংলাবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলামিন মিয়াজি, জিয়া সাইবার ফোর্সের সদর উপজেলার সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্য সেলিম মিয়াজী, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ বেপারী, জিয়া সাইবার ফোর্স বাংলাবাজার ইউনিয়ন সভাপতি সাইফুল মিয়াজি, বাংলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক নাছির বেপারী ও বাংলাবাজার ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা।
সভাপতির বক্তব্যে গোলাম মর্তুজা সরকার বলেন, আপনাদের যে ধর্ম ও কর্ম আছে তা নিয়েই থাকবেন। গায়ে পড়ে কারো সাথে ঝগড়া করতে যাবেন না। যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসেন তার বিপক্ষে অবস্থান নিব। সেক্ষেত্রে তার বিপক্ষে যা করনীয় তাই করবো। যেখানে যা লাগে তাই খরচ করবো। দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম কারো কাছ থেকে দুইটাকা নেইনি। নেওয়ার প্রয়োজন হয়নি। বরঞ্চ দিয়েছি। তাই সবাই শান্তিতে থাকার চেষ্টা করবেন।
উদ্বোধক হিসেবে শাহ মোয়াজ্জেম হোসেন বাবু বলেন, আওয়ামীলীগকে উদ্দেশ্যে করে বলতে চাই। যারা জমি দখল করে আছেন তারা ছেড়ে দিবেন। যার দলিল সেই জমি ভোগ করবে। হামলা ও ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবেন। বিএনপির কোন নেতা আওয়ামীলীগ নেতার পক্ষ নিয়ে দালালি করবেন না। এমন দালালী করলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত সময় যারা আওয়ামীলীগের সাথে জড়িত ছিলেন, আওয়ামীলীগ নেতাদের সাথে ছবি তুলেছেন তাদের থেকে বিএনপি নেতারা দূরে থাকবেন। সামনে নির্বাচন। নির্বাচনে কোন ধরণের অনিয়ম থাকবে না বা হবে না। বিএনপির লোক হয়ে আওয়ামীলীগের লোকদেরকে প্রতিষ্ঠিত করা যাবে না।
এসময় চরবানিয়ালে শত শত জনগণও উপস্থিত ছিলেন।