

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
তিনি জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ডালিমকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।
আড়াইহাজার থানায় ডালিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে।