

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেছেন, বাংলাদেশের জিডিপির ৭ দশমিল ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। এখানে ব্যাবসায়ীদের প্রতিক‚লতা পোহাতে হয়। এখানে যানজট একটি বড় সমস্যা। এতগুলো গার্মেন্টস এখানে অথচ বায়াররা এসে এখানে থাকবে এমন একটা মানসম্পন্ন হোটেল নেই। এখানে উন্নত মানের স্কুলও নেই, মানসম্পন্ন হাসপাতাল নেই। আজ এখানে আমার ১৯ জন ভাইকে পেয়েছি আমি। আমি চাই সকলকে নিয়ে একসাথে এ সমস্যাগুলো সমাধান করতে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে একথা বলেন তিনি। এর আগে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় সভাপতি নির্বাচিত হন দিপু ভ‚ঁইয়া।
তিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশনকে এত সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জের মানুষদের ও ব্যাবসায়ীদের আশা ছিল একটা নির্বাচনের মাধ্যমে চেম্বার নেতৃত্ব দেক। আপনারা এটা করতে পেরেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, পাঁচ আগষ্টের পর থেকে মানুষ গণতন্ত্রের পথে এগুতে চাইছে। আমি মাসুদ ভাইকেও ধন্যবাদ জানাই। তিনি দেশের ক্রান্তিলগ্নে থেকেও সকলকে একসাথে নিয়ে নির্বাচন দিতে এগুতে পেরেছেন।
দিপু ভ‚ঁইয়া বলেন, আমি বিশ্বাস করি প্রতিটি বোর্ড মেম্বারও এ দায়িত্ব তারা আমাকে দিয়েছেন আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, যারা আমাদের মেম্বার শুধু তাদের পরিবার না, আমাদের শ্রমিকেরাও আমাদের পরিবার। তারাও যেন সুযোগ সুবিধা পায় সেটা আমাদের দেখতে হবে। আমার বিশ্বাস নারায়ণগঞ্জের চেম্বার অব কমার্স বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য চেম্বারে পরিনত হবে।