

মোঃ রুবেল: মুন্সীগঞ্জের সদর উপজেলার চিতলিয়া বাজারে জাটকা রক্ষা অভিযান পরিচালনায় ১০০ কেজি জাটকা জব্দ করেছে চর আব্দুল্লাহ নৌ পুলিশ।
বুধবার বিকেল ৩টায় চিতলিয়া বাজারে এ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ অভিযানটি নেতৃত্ব দেন চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতাউর রহমান।
এ বিষয়ে চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বুধবার দুপুর থেকে ৩টা পর্যন্ত নদী ও বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের সংবাদ পেয়ে অবৈধ জাটকা ব্যবসায়ীরা জাটকা মাছ রেখে পালিয়ে যায়। পরে বাজারে পরিত্যাক্ত অবস্থায় জাটকাগুলো পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে স্থানীয় এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, চর আব্দুল্লাহ নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতাউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জাটকা মাছ উদ্ধার করেন। পরে তার ছবি আমাকে প্রেরণ করেন। মালিক না পাওয়ায় মাছগুলো এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।