

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে নারী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বজ্রযোগিনী ইউনিয়নে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তার এর সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডেঙ্গু, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে বজ্রযোগিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, মহিলা মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ প্রায় দুইশতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। পরে রামপাল ইউনিয়নে আরেকটি নারী সমাবেশের আয়োজন করা হয়।