

মুন্সীগঞ্জ, ১৪ এপ্রিল: বর্ণাঢ্য আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে বর্ষবরণ উপলক্ষ্যে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
শোভাযাত্রায় আরও অংশ নেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে রঙিন ব্যানার, মুখোশ, পুতুল ও ঢাক-ঢোলের তালে শোভাযাত্রাটি প্রাণ পায় এক উৎসবমুখর রূপে।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ষবরণ উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সাধারণ জনতা।
পরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন এবং কারাবন্দিদের অংশগ্রহণে আয়োজিত একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের পর তিনি বন্দিদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করে তাদের মাঝে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
পহেলা বৈশাখকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করেছে আনন্দঘন উৎসবের আমেজ। জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই নববর্ষ উৎসবে।