মুন্সীগঞ্জ, ১৭ এপ্রিল: মুন্সীগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক, দি বাংলাদেশ পোস্ট-এর জেলা প্রতিনিধি এবং বিডিটাইমস২৪ডটনেট-এর সম্পাদক ও প্রকাশক মো. রুবেল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বালিগাঁও যাওয়ার পথে বলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৃষ্টির কারণে মোটরসাইকেলের চাকা স্লিপ করলে পিছন থেকে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় তার বাম হাতের কবজির উপর, ডান হাতের কনুই এবং ডান পায়ের গিরার নিচে ছুলে যায়। বিশেষ করে ডান পায়ের গিরা এবং বাম হাতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়।
দুর্ঘটনার পর সহকর্মীদের সহযোগিতায দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন পরিবার ও সহকর্মীরা।