নিজস্ব প্রতিবেদক: পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি ঐতিহ্যবাহী বস্ত্রের প্রসারে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “টেকসই উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে যুক্ত। আমাদের ঐতিহ্য সংরক্ষণ মানেই পরিবেশ রক্ষা।”
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এজওয়াটার গ্যালারিতে আয়োজিত ফ্যাশন ডিজাইনার মাহীন খানের বৈশাখী উৎসব এবং “ক্রাফটিং দ্য মেনি থ্রেডস অফ কালচারাল টেক্সটাইলস” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান ফ্যাশন ডিজাইনার মাহীন খানের উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই প্রদর্শনী শুধু একটি শিল্প উদ্যোগ নয়, এটি সৃজনশীলতার নিদর্শন এবং টেকসই ভবিষ্যতের দিকনির্দেশনা। তিনি ঐতিহ্য ধরে রাখতে পরিবেশবান্ধব পথ বেছে নিয়েছেন, যা অনুকরণীয়।”
প্রদর্শনীর সঙ্গে মিল রেখে আয়োজিত বৈশাখী উৎসবে পরিবেশিত হয় গান, ফ্যাশন শো এবং বাংলার নববর্ষ উদযাপন। এতে গ্যালারির পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংস্কৃতিমনা দর্শক।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন ডিজাইনার মাহীন খান, আয়োজক শৈবাল সাহা এবং ইউসিবি ও এমটিবি ব্যাংকের প্রতিনিধিরা।