মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রাত ২১টা ১০ মিনিটে টংগিবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে টংগীবাড়ী থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার আলফাজ উদ্দিন (৫৫) নামক এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি পুকুরে অভিযান চালানো হয়। পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচে গাছের ডালের সঙ্গে রশি দিয়ে বাঁধা একটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তাটি তল্লাশি করে একটি টিনের বাক্সের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৬ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে গুলিগুলো জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুণ্ঠিত গুলিগুলোর একটি অংশ কোনো দুষ্কৃতিকারী গোপনে এখানে লুকিয়ে রেখেছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।