নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী জনসমাবেশ। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর আব্দুর রহিম, বিট অফিসার, টঙ্গীবাড়ি থানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ডা. কামরুল হাসান, বিসিএস (স্বাস্থ্য), টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স; মোঃ মোশারফ হোসেন, মেম্বার, ৯নং ওয়ার্ড; ডা. আব্দুল আলিম, সাবেক সভাপতি, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি; ও মোঃ সেলিম, মেম্বার, ৮নং ওয়ার্ড।
সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ডাক:
বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে আজই আমাদের জেগে উঠতে হবে।” বক্তারা আরও বলেন, “যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। যেখানে মাদকসেবী বা বিক্রেতাকে দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সমাবেশে বক্তারা স্থানীয় জনগণের উদ্দেশে আহ্বান জানান— মাদকসেবী ও বিক্রেতাদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এ জন্য প্রতিটি সুনির্দিষ্ট তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে এলাকাভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করা হয়, যার মাধ্যমে সমন্বিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্যোগে দুইটি সংগঠন:
এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পাইকপাড়া সমাজকল্যাণ সংসদ ও স্বাধীন সমাজ সংঘ, পাইকপাড়া। স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহ দেখে আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে নিয়মিতভাবে আরও মাদকবিরোধী প্রচারাভিযান ও কর্মসূচি আয়োজন করা হবে।
সমাবেশ শেষে উপস্থিত সবাই ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে একযোগে প্রতিজ্ঞাবদ্ধ হন।