

নিজস্ব প্রতিবেদক: শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল এলাকায় ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেন সরকারের দুই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ।
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার একটি ধানখেতে মাড়াই কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয়গণ স্থানীয় কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় কৃষকরা তাদের নানা সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন। উপদেষ্টারা মনোযোগ সহকারে কৃষকদের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ নজরুল ইসলাম, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতসহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টারা কৃষি উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং মাঠপর্যায়ে এসব কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।
সার্বিকভাবে পরিদর্শন ও মতবিনিময় সভাটি কৃষকদের মাঝে আশার সঞ্চার করে এবং আগামী দিনে আরও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা জাগিয়ে তোলে।