

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মেঘনা নদীর তীরে অজ্ঞাতনামা এক পুরুষের (বয়স আনুমানিক ৩০ বছর) মৃতদেহ উদ্ধার করেছে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৫) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার সূত্রে সংবাদ পেয়ে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে মুন্সীগঞ্জ সদর থানাধীন কালিরচর ট্যাকস্থ ইটখোলা মোড় সংলগ্ন মেঘনা নদীর তীরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার অভিযানে কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি এবং এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মাহাবুব আলম জানান, “মামলা রুজুসহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহের পরিচয় নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।”