

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো মুন্সীগঞ্জ কলেজের অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সীগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি ফাতেমা তুল জান্নাত।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. বায়েজীদ বোস্তামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
সমাবেশে জেলা প্রশাসক অভিভাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা, নিরাপত্তা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে মতামত ও সমস্যার কথা শোনেন। তিনি অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে আশ্বস্ত করেন এবং কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, যেখানে তিনি সুশিক্ষা, নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু পুঁথিগত শিক্ষা নয়, বরং নৈতিক মূল্যবোধ, সময়ানুবর্তিতা ও সামাজিক দায়িত্ববোধ একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সকলে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।