

মুন্সীগঞ্জ (শ্রীনগর) প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শ্রীনগর উপজেলার বাঘরা বাজার এলাকায় এক অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকানে মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা যাচাই, ক্রয় রশিদ পরীক্ষা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।
মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে জরিমানা আরোপ করা হয়। রনি সাহা স্টোরকে ২,০০০ টাকা, হাবু সাহা স্টোরকে ১,০০০ টাকা, মোল্লা অ্যান্ড সন্স স্টোরকে ২,০০০ টাকা এবং রাসেল রোমান ট্রেডার্সকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানসহ অন্যান্য দোকানগুলোকে ভবিষ্যতে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হবে।