

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়। ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা, ক্রয় রশিদ এবং পণ্যের মান যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানকালে বৈশাখি স্টোর-এ মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে, মোল্লা স্টোর-এ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া, গাজী এন্টারপ্রাইজ-এও মূল্য তালিকা প্রদর্শনের অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহায়তা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ-এর একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।