

মোঃ রুবেল: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজ-এর সহযোগী অধ্যাপক মো. সফিকুল ইসলাম। তাঁর প্রবন্ধে তিনি বিজ্ঞান কী, বিজ্ঞান সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, বিজ্ঞানের গবেষণাপদ্ধতি, বিজ্ঞানীদের অনুসন্ধানের লক্ষ্য এবং বিজ্ঞানের সাথে সমাজ ও রাজনীতির সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও অনুসন্ধিৎসু মনোভাব গঠনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “প্রযুক্তি নির্ভর এ যুগে এগিয়ে যেতে হলে বিজ্ঞান শিক্ষায় মনোনিবেশ করা জরুরি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
অনুষ্ঠান শেষে বিজ্ঞান বিষয়ক প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকগণ।