

মুন্সীগঞ্জ প্রতিনিধি: শনিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ও সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত রাজস্ব প্রশাসনের ৯০ জন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে একটি দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব মো: রেজাউল কবীর এবং উপ-ভূমি সংস্কার কমিশনার (ঢাকা) মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভূমি প্রশাসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “রাজস্ব সেবাকে হয়রানিমুক্ত ও সহজলভ্য করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।” অন্যান্য অতিথিবৃন্দও আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত শহিদ স্মৃতি গ্যালারি পরিদর্শন করেন এবং এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন।