

মুন্সীগঞ্জ প্রতিনিধি: “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপন উপলক্ষে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে সোমবার মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে সাঁতার, অ্যাথলেটিকস ও ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, মুন্সীগঞ্জ-এর যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, জেলা ক্রীড়া কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার ক্রীড়ামুখী শিশু-কিশোরেরা।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়াচর্চা অপরিহার্য।” তিনি ক্রীড়া ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের বিকশিত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি ক্রীড়া প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।