

মুন্সিগঞ্জ প্রতিনিধি: সিডিসি (সার্টিফিকেট অব ডিজচার্জ), বিভিন্ন মন্ত্রণালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে সরাসরি নিয়োগ ও প্রশিক্ষণের মান উন্নয়নের দাবিতে সারাদেশের ন্যায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন মুন্সিগঞ্জের ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।
সোমবার (১৯ মে) সকাল থেকে টংগিবাড়ী উপজেলার বড়লিয়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও একাডেমিক কার্যক্রম বর্জনের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সিডিসি পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতায় পড়ছেন, ফলে দেশে ও বিদেশে চাকরি পাওয়ায় বিঘ্ন ঘটছে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে। এছাড়াও, বর্তমান পাঠ্যক্রম ও প্রশিক্ষণের মান যুগোপযোগী নয় বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এদিন কর্মসূচির কারণে বিদেশগামী পিডিও (প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন) প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনেক শিক্ষার্থী সকালে ক্যাম্পাসে এসে বিপাকে পড়েন।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকার যদি তাদের তিনটি মূল দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ না নেয়, তবে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা মনে করেন, বাংলাদেশে দক্ষ মেরিন ইঞ্জিনিয়ার গড়ে তুলতে হলে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই হবে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। বিকেলের মধ্যেই সমাধান আসবে বলে আশা করছি।
প্রসঙ্গত, সারাদেশের আটটি সরকারি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই একই দাবিতে একযোগে এই শাটডাউন কর্মসূচিতে অংশ নিয়েছেন।