

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় গিয়ে নিজেই হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী সুমন শাহজাহান।
নিহত গৃহবধূ মিতু আক্তার (২৮) মুন্সীগঞ্জের নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। অভিযুক্ত সুমন শাহজাহান (৪৫) মিরকাদিম পৌরসভার পূর্বপাড়ার বাসিন্দা এবং শরিয়তউল্লা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে সুমন ও মিতুর বিয়ে হয়। দু’জনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। মিতুর আগের সংসারে তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। সম্প্রতি এক ঝগড়ার পর মিতু বাবার বাড়িতে চলে যান। পরে সুমনের বন্ধুরা তাকে বুঝিয়ে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনেন।
সোমবার গভীর রাতে, সুমন তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন। এরপর স্ত্রী মিতুকে ধারালো বঁটি দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর নিজেই থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করেন সুমন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “সুমন শাহজাহান থানায় এসে জানায় যে, সে তার স্ত্রীকে হত্যা করেছে। আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের নাম-পরিচয় শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।