

মুন্সীগঞ্জ (গজারিয়া) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দেশীয় একটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি ছুরি, সাতটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা, তিনটি বালুবাহী বাল্কহেড ও তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। অভিযানে আটজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় গজারিয়া উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম ও অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন, নদীপথে ডাকাতি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল। বিভিন্ন গোয়েন্দা সূত্রে এসব তথ্য প্রাপ্তির পর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম জানান, অভিযানের সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে ‘তালহা’ নামের একটি ড্রেজার থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, অন্য দুটি ড্রেজার থেকে এক রাউন্ড তাজা গুলি, সাতটি মোবাইল ফোন ও নগদ অর্থ। অভিযানে মোট আটজন শ্রমিককে আটক করা হয়, যাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদীপথে অপরাধ, অবৈধ বালু উত্তোলন এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।