

মুন্সীগঞ্জ (শ্রীনগর) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার হাসাড়া, কুকুটিয়া ও তন্তর ইউনিয়নের পাঁচটি স্থানে অবৈধ ড্রেজিং ও কৃষিজমি ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও তাৎক্ষণিকভাবে তিনটি অবৈধ ড্রেজার মেশিন বিকল, বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসমূহ ধ্বংস এবং স্থানীয়দের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধ ড্রেজিং ও কৃষিজমি ভরাট রোধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, এসব এলাকায় ভবিষ্যতেও নিয়মিত তদারকি চালানো হবে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
প্রশাসনের এই কার্যক্রমে এলাকার পরিবেশ ও কৃষি জমি সুরক্ষার পথ আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন সচেতন মহল।