

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার প্রতিবাদ ও বিতর্কিত ইউএনও’র অপসারণে দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংবাদিকরা।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের কুণ্ডপট্টি রোডে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।
এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কামরুজ্জামন বাচ্চু, বাউফল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, মনজুর মোরশেদ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান, আরেফিন সহিদ, তোফাজ্জেল হোসেন, সমকালের সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, সাংবাদিক অহিদুজ্জামন সুপন, কালবেলার সাংবাদিক এম.এ বাশার প্রমূখ।
বক্তারা বলেন, কালের কণ্ঠের পটুয়াখালী জেলা এমরান হাসান হোসেল জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউএনও আমিনুল ইসলাম তাকে (এমরান হাসান হোসেল) জেলে পাঠিয়ে শাস্তি দেওয়ার হুমকি দেন। যা অত্যন্ত দুঃখজনক।
সাংবাদিক নেতারা আরও বলেন, ইউএনও আমিনুল পতিত শেখ হাসিনার মুথ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার ভাগনি জামাই। বিগত দিনে সচিবের আত্মীয় হওয়ার সুবাধে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেন। তার পূর্বের কর্মস্থল ঘিওরে কোটি টাকা আত্মসাৎ করেছেন। যা বিভিন্ন গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে। তার মত একজন ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ ইউএনও বাউফল থেকে অপসারণ করতে হবে।
এর আগে গত ২১ মে ইউএনওর অপসারণ দাবিতে ছাত্র-জনতার ব্যানারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।