মুন্সীগঞ্জ (গজারিয়া) প্রতিনিধি: গত ২৩ মে ২০২৫ ইং তারিখ, দুপুর আনুমানিক ২:৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটিবলাকী এলাকার খালে জোয়ারের পানিতে ভেসে ২৯টি গরু মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় খালের তীরবর্তী কৃষকদের এসব গরু প্রাণ হারায়।
ঘটনার পরপরই গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরেজমিন তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করেন। তদন্তে দেখা যায়, মোট ১৮ জন কৃষকের ২৯টি গরু জোয়ারের পানিতে ভেসে গেছে।
ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক জনাবা ফাতেমা তুল জান্নাত জেলা পরিষদের তহবিল হতে গরু প্রতি ৩০ হাজার টাকা হারে আর্থিক অনুদান মঞ্জুর করেন। দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কৃষকদের মাঝে অনুদানের অর্থ হস্তান্তর করা হয়। সেইসঙ্গে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
আজ ২৫ মে ২০২৫ তারিখ বিকাল ৪:০০ টায় জেলা প্রশাসক জনাবা ফাতেমা তুল জান্নাত ভাটিবলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে অনুদানের অর্থ ও চাল তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মামুন শরীফসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
জেলা প্রশাসক বলেন, "সরকার জনগণের পাশে আছে। এই ধরনের দুর্ঘটনায় যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তা পান, তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।" তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি গভীর সহানুভূতি জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।