
মুন্সীগঞ্জ প্রতিনিধি: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মুন্সীগঞ্জ জেলায়ও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মে রবিবার সকাল ৯টা থেকে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হয় এই মেলা।
মেলার উদ্বোধনী দিনের সূচনা হয় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ‘পতাকা ৭১’ হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হওয়া এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ নাগরিকসহ জেলার সর্বস্তরের মানুষ। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন ও সদর ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সামছুল আলম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আনুষ্ঠানিকভাবে ‘ভূমি মেলা ২০২৫’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভূমি সেবাবিষয়ক জনসচেতনতা বাড়াতে এবং নাগরিক মতামত গ্রহণের লক্ষ্যে আয়োজন করা হয় গণশুনানি, যেখানে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজন, শিক্ষক, সেবাগ্রহীতা ও সাধারণ জনগণ। সেখানে নাগরিকদের কাছ থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।
মেলা প্রাঙ্গণে দিনব্যাপী প্রচার করা হচ্ছে ভূমি সেবাবিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট। বিতরণ করা হচ্ছে সেবাসংক্রান্ত পুস্তিকা ও লিফলেট।
ভূমি মেলার দ্বিতীয় দিনে (২৬ মে) থাকছে ভূমিসেবা স্টল পরিদর্শন, ভূমি আড্ডা, গণশুনানি, মতামত সংগ্রহ ও সেবা প্রদান কার্যক্রম। সমাপনী দিনে (২৭ মে) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও জনসচেতনতামূলক সভা, এরপর থাকবে স্টল পরিদর্শন, প্রচার কার্যক্রম ও আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান।
মেলা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৭টি স্টলের মধ্যে ৬টি স্টলে দেওয়া হচ্ছে বিভিন্ন ভূমি সেবা—যেমন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা। সাধারণ নাগরিকদের অভিযোগ ও মতামত গ্রহণের জন্য একটি স্টলও বরাদ্দ রয়েছে।
এছাড়াও মুন্সীগঞ্জ জেলার অন্যান্য পাঁচটি উপজেলাতেও একযোগে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি সেবা সহজীকরণ এবং জনগণের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।