

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ আজ মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ২৫ মে সকালে জেলা শহরের একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। এই আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মেলার শেষ দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় “ভূমি সেবার অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা” শীর্ষক সেমিনার ও এক জনসচেতনতামূলক সভা। এতে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
এবারের ভূমি মেলায় জেলা প্রশাসনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া, সেবাগ্রহীতাদের মতামতের ভিত্তিতে ‘সেরা স্টল’ নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। ভূমি উন্নয়ন কর প্রদানে বিশেষ অবদান রাখায় মুন্সীগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মোট ১০ জন করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত তার সমাপনী বক্তব্যে ভূমি উন্নয়ন কর সময়মতো প্রদান ও সেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ভূমি সংক্রান্ত যেকোনো সেবার জন্য নাগরিকদের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।”
ভূমি ব্যবস্থাপনায় জবাবদিহিতা, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। মুন্সীগঞ্জে সফলভাবে আয়োজিত এ ভূমি মেলা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।