
Oplus_131072

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ জুন) রাত ১০টার দিকে মনিপুরীপাড়া এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ফয়সাল বিপ্লব বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। গত বছরের (২০২৪) ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।
ডিবি জানায়, ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ সদর থানায় দায়েরকৃত তিনটি হত্যা মামলাসহ অন্তত পাঁচটি হত্যা প্রচেষ্টার মামলায় সরাসরি জড়িত এবং এসব মামলার প্রধান আসামি।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, “একটি বেসরকারি টেলিভিশনের সূত্রে আমরা তার গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে মুন্সিগঞ্জে হস্তান্তর করা হবে।”
গ্রেপ্তারের পর তাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরকার পতনের পর আত্মগোপনে থাকা আরও নেতাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হতে পারে।