

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের নদীভাঙন কবলিত গ্রামসমূহ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান। বুধবার তিনি সরেজমিনে সরদার কান্দি, সম্ভুহালদার কান্দি, মহেশপুর পশ্চিম কান্দি, আশুলির চর পূর্ব কান্দি ও ভুতার চর এলাকায় পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও স্থানীয়দের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নদীভাঙনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন। তিনি জানান, নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে এবং বেরিবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
এ সময় তিনি স্থানীয় অবকাঠামোর অবস্থা পর্যালোচনা করেন। ইউনিয়নের রাস্তাঘাট, হাটবাজার, সিএনজি স্ট্যান্ড, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সংস্কার ও উন্নয়নের নির্দেশনা দেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া বেগম, সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু, এডভোকেট মহিউদ্দিন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির বেপারী প্রমুখ।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, “প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙন ও অবকাঠামোগত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের যৌথ উদ্যোগেই ইউনিয়নের টেকসই উন্নয়ন সম্ভব।”