

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে এবং কোনটি যাবে না, সে বিষয়ে জনসচেতনতা তৈরি এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, “পলিথিনের বিকল্প উদ্ভাবন এবং তা ব্যবহারে উৎসাহ দিতে হবে। এজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কাজী ওবায়দুর রশীদ। তিনি পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর মুন্সীগঞ্জের উপপরিচালক মিজানুর রহমান। এছাড়া পরিবেশ সচেতনতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন তানবীর আল ইমাম, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি মহিলা কলেজ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবান্ধব সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পরিবেশ বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনের মাধ্যমে মুন্সীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।