

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের সেবা ডিজিটালাইজেশনের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো। এবার ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি (সাধারণ ডায়েরি) করার সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ০১ জুলাই ২০২৫ খ্রি. থেকে এই দুই রেঞ্জে পুরোপুরি চালু হবে অনলাইন জিডির সকল ধরণের সেবা। এর ফলে, সেবা প্রত্যাশীদের আর থানায় সশরীরে যেতে হবে না। ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই করা যাবে সাধারণ ডায়েরি।
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে পাইলট প্রকল্প হিসেবে গত ১৫ এপ্রিল ২০২৫ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ এবং চাঁদপুর জেলার সকল থানায় অনলাইন জিডি সেবা চালু করা হয়।
কীভাবে পাবেন অনলাইন জিডি সেবা:
অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহারকারী এই সেবা গ্রহণ করতে পারবেন। প্রতিবার জিডি করার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
অনলাইন জিডি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার ক্ষেত্রে সাহায্য পেতে যোগাযোগ করা যাবে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮ অথবা মুন্সীগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০০৯৪২৯৮-এ।
মুন্সীগঞ্জবাসীর জন্য বাড়তি সুবিধা:
মুন্সীগঞ্জ জেলার নাগরিকদের জন্য এই সেবা চালু হওয়ায় থানায় না গিয়ে অনলাইনে যেকোনো সময় জিডি করার সুবিধা মিলবে, যা সময় ও ভোগান্তি কমাবে উল্লেখযোগ্যভাবে।
বাংলাদেশ পুলিশ মনে করে, এ সেবার মাধ্যমে মানুষের আস্থা আরও বাড়বে এবং পুলিশের কার্যক্রম হবে আরও জবাবদিহিমূলক ও জনবান্ধব।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ধাপে ধাপে দেশের সব থানায় এ ধরনের ডিজিটাল সেবা চালু করা হবে।
পুলিশি সেবা আরও সহজ ও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।