
oplus_0

মোঃ রুবেল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতার জন্য লালায়িত নয়, বরং জনগণের সেবাই তাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, “বিএনপি ক্ষমতাকে নিজেদের সম্পদ বানানোর হাতিয়ার মনে করে না। আমরা বিশ্বাস করি, ক্ষমতা জনগণের সেবার মাধ্যম হওয়া উচিত।”
বৃহস্পতিবার (৩ জুলাই) মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, “সেদিনই আমরা ক্ষমতায় যাব, যেদিন জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। অন্য কোনো পন্থায় বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবে না। জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করা অনৈতিক ও বিপজ্জনক। যারা নিজের পায়ে কুড়াল মেরে দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করছেন, তারা দেশ ও জাতির জন্য ক্ষতিকর কাজ করছেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ এর পক্ষে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাইদুর ফকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবু সুফিয়ান কাজী বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদ রানা ও ডা. মালেক মুরাদ।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।