মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সুপার মার্কেট এলাকায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ সদর উপজেলা, মুন্সীগঞ্জ পৌর ও মিরকাদিম পৌর বিএনপি’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ নেতৃত্ব দেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেন।
নেতাকর্মীরা “মুন্সীগঞ্জ-৩ আসনে আলহাজ্ব মহিউদ্দিনের বিকল্প নেই” এই স্লোগানে র্যালিপথ মুখর করে তোলেন।
পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।
