| |

নওগাঁয় বিএনপি নেতা জাহিদুল হকের পক্ষে শক্তিশালী শোডাউন

মাসুদ রানা, নওগাঁ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হকের (ধলু) পক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশ নেন। মিছিলের কারণে শহরের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে তাজের মোড়ে জড়ো হন জাহিদুল হকের অনুসারীরা। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার; মুখর ছিল “জাহিদুল হক ধলু ভাইয়ের জয় হোক” ইত্যাদি স্লোগানে।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা জাহিদুল হককে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল বলেন, “জাহিদুল হক ধলু ভাই জনগণের নেতা। মামলা-হামলা ও নির্যাতনের সময় তিনি আমাদের পাশে ছিলেন। নওগাঁ-৫ আসনে তাঁর বিকল্প নেই।”

নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন, ২০১৮ সালে ধলু ভাই ষড়যন্ত্রের শিকার হয়ে জয় হারান। এবার জনগণের ভালোবাসা ও মাঠের আন্দোলনে তাঁর অবস্থান আরও মজবুত হয়েছে। আমরা বিশ্বাস করি, তাঁকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে নওগাঁ-৫ আসনও রয়েছে।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন আটজন—জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান ডাবলু, সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা ড্যাব সভাপতি ডা. ইসকেন্দার হোসেন এবং জাহিদুল হক ধলু।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *