
Oplus_131072

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার চর কেওয়ার ইউনিয়নের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক নারীর (বয়স অনুমান ৩৫ বছর) অর্ধপচনশীল মৃতদেহ উদ্ধার করেছে চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি।
গত ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাস্থল ছিল চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ি এলাকার দক্ষিণ চরমুশুরা কাওয়াদী, আক্তার মিজির বাড়ির পূর্বপাশে মেঘনা নদীর তীরবর্তী অংশে।
চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম জানান, মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ সংক্রান্ত অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।