

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকায় এক ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া প্রায় ১০ লাখ টাকার তিনটি উন্নত জাতের গাভী।
পুলিশ সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের বাসিন্দা কালাচান হাওলাদারের মালিকানাধীন “আদর্শ ডেইরি ফার্ম”-এ ৩ মে রাত আনুমানিক সাড়ে তিনটায় মুখোশধারী ৩-৪ জন ডাকাত দেশীয় অস্ত্রসহ ফার্মে হানা দেয়। ফার্মে থাকা কর্মচারী বিল্লাল (৪২) ও তানু (৪৫) তখন ঘুমিয়ে ছিলেন। ডাকাতরা ঘুমন্ত অবস্থায় তাদের এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং পরে তাদের হাত-পা-মুখ বেঁধে রেখে তিনটি সাদা রঙের বিদেশি হলেস্টাইন গাভী ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গরুগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় ১৩ মে মুন্সিগঞ্জ সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ৩০, ধারা: ৩৯৪, দণ্ডবিধি ১৮৬০)। মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৪ মে কুমিল্লার দাউদকান্দি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত লিটন মিয়া (৩২) ও গরু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মো. শাহাজালাল (৫২)-কে।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও সদর থানার যৌথ অভিযানে গ্রেফতারের পর আসামি লিটন পুলিশকে জানায়, ডাকাতির পর গরুগুলো বিক্রি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁও থানার মিরেরট্যাক কলতাপাড়া এলাকার লোকমান বেপারীর ফার্ম থেকে গাভীগুলো উদ্ধার করা হয়। বাদী কালাচান হাওলাদার সেগুলো শনাক্ত করেছেন।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে থানায় নিরাপদ হেফাজতে রয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
লিটন মিয়া (৩২), পিতা- বাবুল মিয়া, গ্রাম- তুজারভাঙ্গা, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
মো. শাহাজালাল (৫২), পিতা- মৃত মনু মিয়া, গ্রাম- পেন্নাই, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা।
পুলিশ জানিয়েছে, এই আন্তজেলা ডাকাত চক্র গবাদি পশু চুরি ও অবৈধভাবে কেনাবেচার সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। তাদের বিরুদ্ধে অন্যান্য থানাতেও একাধিক অভিযোগ রয়েছে।