

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মোঃ সুজন মোল্লা (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে ১৬ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে সুজন মোল্লা তার স্ত্রী সেলিনা বেগমকে (৩৫) বসতঘরের সামনে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই সেলিনা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে রাত ১১টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠায়।
এরপর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিঘীরপাড় তদন্তকেন্দ্রের পুলিশের সহযোগিতায় মূল অভিযুক্ত মোঃ সুজন মোল্লাকে দিঘীরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং জানান, পারিবারিক বিরোধের জেরে তিনি নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বর্তমানে সুজন মোল্লা পুলিশ প্রহরায় মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল আলম জানান, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।