

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে অংশীজনের সাথে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ স্বাস্থ্য খাতে কোন কোন বিষয়ে সংস্কার করা দরকার এবং কি পরিবর্তন আনা যায় সে বিষয়ে লিখিত ও সুনির্দিষ্ট মতামত প্রদান করেন। প্রত্যেক দপ্তরের প্রতিনিধিদের মতামত স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাঃ মুজাহিরুল হক ও অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হাসান মনোযোগ সহকারে শোনেন এবং লিখিত আকারে সংগ্রহ করেন।
এসময় মতামত প্রদান করেন জেলা প্রশাসক প্রতিনিধি আতাউল গনি ওসমানী, পুলিশ প্রশাসন প্রতিনিধি হুমায়ুন কবীর, লাইন ডিরেক্টর ডাঃ হাবিবুর রহমান, ভুইয়া মেডিকেল কলেজ পরিচালক ডাঃ শরিফ হাসান, সিভিল সার্জন ডাক্তার মোঃ মঞ্জুরুল আলম, জেলা জামাতের প্রতিনিধি নুরুল আমিন শিকদার, পরিবার পরিকল্পনা উপপরিচালক শাহীন হাসান, ছাত্র প্রতিনিধি রাব্বি, এহসানুল করিম, নার্সিং সুপার ভাইজার শাহনাজ আক্তার, সরকারী হরগঙ্গা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ ফারুক মিয়া, ড্যাব সভাপতি ডাঃ একে এম মফিজুল ইসলাম, ডাঃ নিজামুদ্দিন হেলাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সভাপতি আয়নাল হক স্বপন, ডাঃ মালেক মুরাদ ও বাংলাদেশ পোষ্টের জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ রুবেল।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাঃ মুজাহিরুল হক বলেন, আজকে আমরা সবার কাছ থেকে যে মতামতগুলো পেলাম তা স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের কাছে সুপারিশ আকারে প্রেরণ করা হবে। জুলাই বিপ্লবের পরে স্বাস্থ্যখাতের সংস্কার করার বিষয়টি উঠে এসেছে। স্বস্ব খাতে পদোন্নতি, ডাক্তারদের প্রশিক্ষণ, সেবার মান উন্নয়ন, ২৪ ঘন্টা সার্ভিস চালুসহ অনেক প্রস্তাবই এসেছে। একজন বিচারকের উদ্বৃত্তি দিয়ে তিনি আরো বলেন, একজন বিচারক বলেছিলেন ময়নাতদন্তের রিপোর্টে ৯৯.৯৯% সঠিক হয় না। সেক্ষেত্রে সঠিক বিচারের রায় দেওয়াটাও মুশকিল।