

আব্দুুুল মালেক: মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর ও আনারপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি স্পটে ৩টি চুন কারখানায় ৭টি ভাট্টি ও ১টি ঢালাই কারখানায় ১টি ভাট্টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়ইকান্দি ভাটেরচর স্পট থেকে ৩ ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানা ও ১ ভাট্টি বিশিষ্ট ১টি ঢালাই কারখানার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে আনারপুরা স্পট থেকে ৩ভাট্টি বিশিষ্ট ১টি চুন কারখানা ও ২ ভাট্টি বিশিষ্ট আরো ১টি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বড়ইকান্দি ভাটেরচর চুন কারখানার মালিক ইসমাইলকে মোবাইল কোটের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড এন.এম আবদুল্লাহ আল মামুন।
অভিযানকালে ৮টি বার্নার, আনুমানিক ১০০ ফুট এম এস পাইপ জব্দ করা হয়েছে এবং ১৫০ ফিট পিভিসি হোজ পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে।
প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং/ক্যাপিং করা হয়। ৪টি কারখানার মধ্যে ৩টি চুনকারখানার ভাট্টি এক্সাভেটর দ্বারা ভেঙে দেয়া হয়। ফায়ার সার্ভিস গজারিয়া এর সহযোগিতায় চুন কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন তিতাস গ্যাসের জোনাল বিক্রয় অফিস, মেঘনাঘাট এবং গজারিয়া থানা পুলিশ।