

মুন্সীগঞ্জ, ৭ এপ্রিল ২০২৫
আজ সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ), শিল্প ও গৃহায়ন-গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের (রুটিন দায়িত্বে) সচিব মোঃ মফিদুর রহমান, এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, এসবি পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়াসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ
সভায় মুন্সীগঞ্জ জেলার চলমান ও ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প—যেমন সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সড়ক ও জনপথ বিভাগের প্রকল্পসমূহ, কাটাখালী খাল উন্নয়ন, মাওয়া ফেরিঘাট উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। উপদেষ্টামহোদয়গণ বিশেষভাবে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন
আলোচনা সভার একটি বিশেষ অংশে ‘প্রত্নকথা’ শিরোনামে একটি তথ্যবহুল ও চিত্রসমৃদ্ধ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানের বিবরণসহ বইটি প্রকাশ করেছে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ। বইটিতে ঐতিহাসিক প্রেক্ষাপট, অবস্থান, ছবি এবং ভ্রমণ পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। মোড়ক উন্মোচন করেন সভায় উপস্থিত মাননীয় উপদেষ্টা ও অতিথিবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রকাশিত হলো ‘২৪ বিপ্লবের সূতিকাগার’
এছাড়া, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে “২৪ বিপ্লবের সূতিকাগার” শিরোনামে একটি বুকলেটও প্রকাশিত হয়। এতে গণঅভ্যুত্থান চলাকালীন মুন্সীগঞ্জসহ সারা দেশে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ, শহিদদের ছবি ও জীবনদানের তথ্যসহ একটি সংক্ষিপ্ত ধারাবিবরণী উপস্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলন
সভা শেষে উপস্থিত সম্মানিত অতিথিরা সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন এবং উন্নয়ন ও সাংস্কৃতিক উদ্যোগগুলোর গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।