

মুন্সীগঞ্জ প্রতিনিধি: গত ৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে ঘটে যাওয়া এক অমানবিক ঘটনার প্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় একদল তরুণ কর্তৃক যাত্রীদের ওপর হামলার ঘটনায় দুই তরুণী শারীরিকভাবে লাঞ্ছিত হন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করে।
ঘটনার পরপরই মুন্সীগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের ত্বরিত নির্দেশনায় সদর থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লঞ্চের যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
ঘটনার তদন্ত ও দোষীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১০ মে ২০২৫ খ্রিষ্টাব্দ মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদ (২৫), পিতা- মনির হোসেন, সাং- দক্ষিণ ইসলামপুর, থানা ও জেলা – মুন্সীগঞ্জ, কে গ্রেফতার করে। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক অন্যান্য অভিযুক্তদের শনাক্তকরণ ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। পুলিশের এ ত্বরিত পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন।