

মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে “বিসিক বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্প নগরী নির্মাণ প্রকল্প”-এর আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক ক্ষতিপূরণ প্রদান উপলক্ষে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন কার্যক্রমে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হলেও জনগণ যে ধৈর্য ও সহযোগিতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মোট ২৬ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে তাদের প্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, “বিসিক বৈদ্যুতিক পণ্য ও হালকা প্রকৌশল শিল্প নগরী নির্মাণ প্রকল্প” বাস্তবায়নের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলায় শিল্প উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।