

মুন্সীগঞ্জ প্রতিনিধি: গত বছরের ৪ আগস্ট সংঘটিত আন্দোলনে প্রাণ হারানো ছাত্র-জনতার ন্যায়বিচারের দাবিতে এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেয় শতাধিক নেতাকর্মী। এ সময় তারা ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিচার দাবি করেন। মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম অনিক, কলেজ ছাত্রদল নেতা শামসুল ইসলাম হীরা ও সাবেক ছাত্রনেতা সায়ের আহমেদসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্র-জনতার এক দফা দাবির আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় নিহত হন রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ওরফে ডিপজল ও সজল মোল্লা। পরদিন ঢাকার যাত্রাবাড়িতে মারা যান মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব মানিক মিয়া শারিক চৌধুরী।
নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক মামলাগুলোতে প্রধান আসামি করা হয় তৎকালীন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফয়সাল বিপ্লবকে। ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকা বিপ্লবকে গত ২২ জুন রাজধানীর মণিপুরী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর তাকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সোমবার দুপুরে বিপ্লবকে কড়া নিরাপত্তার মধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়।
আসামি ফয়সাল বিপ্লবকে মঙ্গলবার হত্যা মামলায় মুন্সীগঞ্জের আদালতে হাজির করার কথা রয়েছে।
এ ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনীতির মাঠ। যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ জানিয়েছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।