আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন — দেশবাসীর দোয়া প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: আমজনতার দলের সাধারণ সম্পাদক ও তরুণ নেতা তারেক রহমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে অবনতি হয়েছে। দলের নিবন্ধনের ন্যায়সঙ্গত দাবিতে তিনি আমরণ অনশন কর্মসূচির ১৩৫ ঘণ্টা অতিক্রম করেছেন। দীর্ঘ সময় ধরে খাদ্য ও পানি গ্রহণ না করায় তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শে আজ (রবিবার) বিকেলে তাঁকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দল জানিয়েছেন, তাঁর শরীরে **পানিশূন্যতা, রক্তচাপের অস্থিতিশীলতা** এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।আমজনতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারেক রহমান শুধু আমজনতার দলের নেতা নন—তিনি দেশের তরুণ প্রজন্মের আশা ও প্রেরণার প্রতীক। শিক্ষা আন্দোলন, দুর্নীতিবিরোধী কর্মসূচি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর এই আত্মত্যাগ ইতিহাসে স্থান করে নেবে।”
দলটি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে “আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার দরবারে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর এই আত্মত্যাগ বৃথা যাবে না।”
একই সঙ্গে দলটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে, আমজনতার দলের নিবন্ধন আবেদনটি ন্যায়বিচারের স্বার্থে পুনর্বিবেচনা করে দ্রুত অনুমোদন প্রদানের জন্য, যাতে “এই অন্যায় ও মানবিক সংকটের অবসান ঘটে।
