কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. সোবহান প্রধানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোবহান প্রধানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার এবং বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আছান উল্লাহ মাঝি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. কামাল বেপারী। অনুষ্ঠানের আয়োজন করে কালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
বিদায় সংবর্ধনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. সোবহান প্রধান আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “আজ আমি অত্যন্ত আনন্দিত। যারা আমাকে এই সম্মানে ভূষিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জীবনে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।” তিনি স্মৃতিচারণ করে আরও বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা ছিল এই বিদ্যালয় প্রতিষ্ঠার সময়। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করতে অন্যের বাঁশঝাড় থেকে বাঁশ এনে ব্যবহার করার নির্দেশ দিয়েছিলাম। তখন বলেছিলাম—শিক্ষার জন্য এটি চুরি হবে না।”
অনুষ্ঠানে বক্তারা মো. সোবহান প্রধানের দীর্ঘ শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন সালাউদ্দিন মুন্সী, মো. কামাল বেপারী, মো. মাহফুজ মিজি, মো. জুয়েল মোল্লা, মো. রিপন প্রধান ও মো. রিফাত হোসেন বাবু বেপারী।
