| |

মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম আজাদের মনোনয়নপত্র জমা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক এবং লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফহিনূর শিকদার। এছাড়াও টঙ্গীবাড়ী ও লৌহজং উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “মুন্সীগঞ্জ-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।” তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে আব্দুস সালাম আজাদ এই আসনের ভোটারদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *