খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলমন্দি এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ, বিএনপি নেতা খোরশেদ কাজী, মোখলেছুর রহমান বকুল, দেলোয়ার হোসেন মোল্লা, নুর ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেছ গাজী, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম অনু, সুমন মোল্লা, জসিম মোল্লা, মিথুনসহ আরও অনেকে।
মিলাদ মাহফিলে বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন বলেন,
“আজকের এই শোকের মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।”
