

মুন্সীগঞ্জ (সিরাজদিখান) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পণ্য সামগ্রীর মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে। বুধবার দুপুর ১ টা হতে বিকেল পর্যন্ত সিরাজদিখান বাজার ও রাজদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জেলার সিরাজদিখানে অভিযান পরিচালনা করার সময় মেসার্স মোল্লা ট্রেডার্সে জ্বালানি তেল ও এল পি গ্যাসের সিলিন্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করে তেল ও এল পি গ্যাসের সিলিন্ডার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ঢাকা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করায় ও উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ না করায় বেকারীর মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, একই ভাবে আরমান এন্টারপ্রাইজে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যাবসা করায় ২ হাজার টাকা জরিমানাসহ তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের একটি টিম।