

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (০৩ মে) ভোর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর থেকে নতুনগাঁও রাস্তায় নতুনগাঁও জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি দল উক্ত স্থানে মাদক বিক্রির সময় মো: স্বপন মোল্লা (৩৮) নামক এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার পরিহিত কালো ফুল প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো: স্বপন মোল্লা পিতা-মো: ইউনুস মোল্লা, সাং-নতুনগাঁও (ইউনুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা ও জেলা-মুন্সীগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ঐ স্থানে অবস্থান করছিল। এছাড়া, তার বিরুদ্ধে পূর্বে আরও ৭টি মাদক ও অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট মামলা রয়েছে।
উল্লেখিত ঘটনায় মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।