|

মিরকাদিম নদী বন্দরে বিআইডব্লিউটিএ’র ড্রেজিংকৃত বালি অপসারণ বন্ধের নির্দেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম নদী বন্দর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ড্রেজিংকৃত মাটি ও বালি অবৈধভাবে অপসারণের অভিযোগে নিলাম গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স সুমন এন্টারপ্রাইজকে তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, ড্রেজিংকৃত মাটি ও বালি বিক্রির জন্য পূর্বে মেসার্স সুমন এন্টারপ্রাইজকে নিলাম গ্রহীতা হিসেবে কার্যাদেশ প্রদান করা হয়। তবে উক্ত কার্যাদেশের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। সম্প্রতি বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখতে পান, কার্যাদেশের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি এক্সক্যাভেটরের মাধ্যমে মিরকাদিম নদী বন্দর এলাকা থেকে মাটি ও বালি অপসারণ করছে।
কর্তৃপক্ষ জানায়, কার্যাদেশের শর্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার পর উক্ত স্থান থেকে মাটি বা বালি অপসারণের কোনো সুযোগ নেই। ফলে জরুরি ভিত্তিতে ঘটনাস্থল থেকে এক্সক্যাভেটর সরিয়ে নেওয়া এবং সকল ধরনের মাটি ও বালি অপসারণ কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিআইডব্লিউটিএ আরও জানায়, নির্দেশ অমান্য করলে মেসার্স সুমন এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশকেও অনুলিপি প্রদান করা হয়েছে।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *